AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় সেলিমুজ্জামান সেলিমের শোকবার্তা



মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় সেলিমুজ্জামান সেলিমের শোকবার্তা

আজকের দিনটি জাতির ইতিহাসে একটি শোকাবহ অধ্যায় হয়ে থাকবে। সোমবার( ২১ জুলাই) রাজধানী ঢাকার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া ভয়াবহ ও মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় যে অকাল প্রাণহানি ও আহত হওয়ার সংবাদ আমরা পেয়েছি, তা নিঃসন্দেহে হৃদয়বিদারক, বেদনাদায়ক এবং সমগ্র জাতির জন্য গভীর শোকের বিষয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। 

তিনি বলেন,“আজকের এই দুর্ঘটনা কেবল কয়েকটি প্রাণ হারানোর ঘটনা নয়, বরং এটি একটি পরিবারের, একটি শিক্ষাঙ্গনের এবং সমগ্র জাতির হৃদয়ে রক্তক্ষরণ। এই শোক ভাষায় প্রকাশ করার নয়। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের শোকাহত পরিবার, স্বজন ও সহপাঠীদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

দেশব্যাপী শোকের এই মুহূর্তে সেলিমুজ্জামান সেলিম সকলকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান। তিনি বলেন, “রাজনীতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে একসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে।”

 

একুশে সংবাদ/গো.প্র/এ.জে

Link copied!