AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুর সরকারি কলেজে অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৭:২৯ পিএম, ২১ জুলাই, ২০২৫

শ্রীপুর সরকারি কলেজে অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

গাজীপুরের শ্রীপুর সরকারি কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ও স্নাতকোত্তর (চূড়ান্ত) পর্বের শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবন, শিক্ষক মিলনায়তন ও একাডেমিক ভবনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর পিয়ারা নার্গিস।

কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান আবু বাক্কার ছিদ্দিক আকন্দ জানান, বিজ্ঞান, বাণিজ্য ও কলা অনুষদের অধীনে মোট ১০টি বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। পরে শিক্ষক মিলনায়তনে স্নাতকোত্তর চূড়ান্ত পর্বের ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথক ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় শিক্ষকরা শিক্ষার্থীদের পরিচিতি পর্ব ছাড়াও শিক্ষা কারিকুলাম, পরীক্ষার পদ্ধতি এবং পাঠদান সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন।

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

Link copied!