অসুস্থ মা আর পঙ্গু বাবাকে ঘিরেই নুরুন্নবী ইসলাম আপন-এর ছোট্ট জগৎ। বয়সে কিশোর হলেও কাঁধে তুলে নিয়েছেন পুরো পরিবারের দায়িত্ব। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার প্রত্যন্ত গ্রাম আন্ধারীঝাড়ে বেড়ে ওঠা এই মেধাবী ছাত্রটি একদিকে যেমন পরিবারের হাল ধরেছেন, অন্যদিকে নিজেকে গড়ে তুলেছেন কঠোর অধ্যবসায়ে।
সকাল-বিকেল তিনটি টিউশনি করে সংসার চালান, আর রাতের নিস্তব্ধতায় মনোযোগ দেন পড়াশোনায়। এই সংগ্রামী কিশোরই এবারকার এসএসসি (কারিগরি) পরীক্ষায় ২৩৩০ নম্বর পেয়ে কুড়িগ্রাম জেলার সর্বোচ্চ নম্বর অর্জন করেছেন।
আপনের এই অসাধারণ সাফল্যের খবর গণমাধ্যমে প্রকাশিত হলে তা নজরে আসে কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানার। তিনি খোঁজখবর নিয়ে সোমবার (২১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিজ হাতে আপনকে আর্থিক সহায়তার চেক প্রদান করেন।
জেলা প্রশাসক বলেন, “আপনের মতো মেধাবী, পরিশ্রমী এবং দায়িত্বশীল শিক্ষার্থীরা সমাজের আলোকবর্তিকা। তার উচ্চশিক্ষার পথে যেন কোনো বাধা না আসে, সে বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখব। তার এই সাফল্যে আজ পুরো কুড়িগ্রাম গর্বিত। শুধু জেলার নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলের সংগ্রামী শিক্ষার্থীদের জন্যও সে এক অনুপ্রেরণা।”
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে