AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফরিদপুর
১১:৫৫ এএম, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

একাত্তরের রণাঙ্গনের বীর সন্তান পাবনার ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামের মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন সরদার (৭২) ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফরিদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জন্তিহার ঈদগাহ প্রাঙ্গণে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদ, ফরিদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান মনি, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আকবর খোকা, বিএল বাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস এম আবু যুবাইর হেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে জানাজা শেষে মরহুমকে জন্তিহার জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন সরদার স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ক্রীড়ানুরাগী, সমাজসেবক ও সর্বজন শ্রদ্ধেয় এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সর্বস্তরের মানুষ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!