নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে সেনা অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি চাকু, মদ ও চোরাই মোবাইল জব্দ করেছে সেনাবাহিনী। এসময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে মধ্যরাত ১টা পর্যন্ত নড়াইল সেনা ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় জেলা পুলিশের একটি দলও অভিযানে অংশ নেয়। বিষয়টি নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— নড়াইল সদরের মুশুরিয়া গ্রামের নিখিল কুন্ডুর ছেলে পিনাক কুন্ডু (৩৬) ও একই উপজেলার বেনাহাটি গ্রামের সুবাস বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস (২১)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত লক্ষ্মী ভাণ্ডরের স্বত্বাধিকারী পলাশ কুন্ডু মুদি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ও দেশীয় অস্ত্র কেনাবেচা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সেনা ক্যাম্প অভিযান চালায়। তবে অভিযানের খবরে পলাশ কুন্ডু পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পিনাক কুন্ডু ও শুভ বিশ্বাসকে হাতেনাতে আটক করা হয়।
তল্লাশিতে দোকান থেকে ৪০টি চোরাই মোবাইল ফোন, ৫ বোতল বিদেশি মদ, ৯টি বিয়ার ক্যান, ১৮টি বিদেশি চাকু, ১৯টি দেশীয় অস্ত্র ও ৩টি হকিস্টিক জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়।
ওসি মো. সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/এ.জে