AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অনিয়ম-দুর্নীতির অভিযোগে মৌলভীবাজারে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত



অনিয়ম-দুর্নীতির অভিযোগে মৌলভীবাজারে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

মৌলভীবাজার শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি সোমবার (২১ জুলাই) বিকেলে নিশ্চিত করেছেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস।

তিনি জানান, রাশেদা বেগমের বিরুদ্ধে অনিয়ম, অর্থনৈতিক দুর্নীতি, কর্তব্যে গাফিলতি এবং প্রশাসনের সঙ্গে অসহযোগিতামূলক আচরণসহ নানা গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে আইনানুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তার অনুপস্থিতিতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানকে অস্থায়ীভাবে আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ‘নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪’-এর বিধি ৫৩ (১) অনুযায়ী এই আদেশ ১৭ জুলাই অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস স্বাক্ষরে জারি করা হয়।

এ বিষয়ে প্রধান শিক্ষক রাশেদা বেগম বলেন, “আইনি প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় কীভাবে আমাকে বরখাস্ত করা হলো, তা আমার বোধগম্য নয়। আমার একটি পিটিশন খারিজ হয়েছে ঠিকই, কিন্তু মামলা এখনো বিচারাধীন।”

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

Link copied!