রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমকে আরও গতিশীল করতে ইউনিয়ন পর্যায়ের নেতাদের হাতে সদস্য নবায়ন ফর্ম হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকেলে গোয়ালন্দ বাজার রেলগেটস্থ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ কার্যক্রমের আয়োজন করা হয়। এতে উপজেলার উজানচর, দেবগ্রাম, ছোটভাকলা ও দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিকভাবে ফর্ম হস্তান্তর করেন উপজেলা বিএনপির নেতারা।
এ সময় উপজেলা বিএনপির নেতারা বলেন, দলকে সুসংগঠিত করা এবং আগামীর আন্দোলন-সংগ্রামে শক্তিশালী ভূমিকা রাখতে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. আইয়ুব আলী খান, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেনসহ ইউনিয়ন পর্যায়ের সভাপতি-সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে