মুন্সীগঞ্জে “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫”-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১ জুলাই) সকাল ১১টায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসেনা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, ছাত্র-ছাত্রী, শিক্ষক, নার্সারি মালিকসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে