জুলাইয়ের গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগকে হরতালের নামে পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন যুবদল।
রবিবার (২০ জুলাই) সন্ধ্যায় সুন্দরবন ইউনিয়নের বাশতলা বাজারে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে যুবদলের নেতারা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. জিয়ার শেখ বলেন, “এই দেশের মাটিতে জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ এবং বিএনপির হাজারো নেতাকর্মীকে গুম-খুনের সঙ্গে জড়িত দোসরদের বিচার একদিন হবেই। তাদের পুনর্বাসনের চেষ্টা করলে পরিণতি হবে ভয়াবহ।”
বিশেষ অতিথির বক্তব্যে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জুলু ফকির বলেন, “শুধু আওয়ামী লীগ নয়, ফ্যাসিবাদের সব দোসরদের বিচারও দ্রুত সম্পন্ন করতে হবে। জনগণ আজ তাদের আসল চেহারা চিনে ফেলেছে।”
সুন্দরবন ইউনিয়ন যুবদলের নেতা মো. মামুন ফকির বলেন, “আমাদের চূড়ান্ত বিজয় এখনো আসেনি। আওয়ামী পুনর্বাসনকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা অতীতে রাজপথে ছিলাম, এখনো আছি—ভবিষ্যতেও থাকব। ষড়যন্ত্রের জবাব রাজপথেই দেওয়া হবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন—২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ শেখ,
৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মুরাদ শেখ, সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুল শেখ,মো. পারভেজ গাজী, মো. সোহেল খান, মো. মিলন মল্লিক, মো. পারভেজ খান, মো. শুভ শেখ,
মো. মিরাজুল গাজীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে