মৌলভীবাজারের জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শফিকুল ইসলামের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) সকালে মাদ্রাসার হলরুমে শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে এ শোকসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া। এছাড়া বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী, শাহখাকী (র.) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, সাগরনাল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল করিম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, মাদ্রাসার সাবেক সভাপতি ডা. মো. হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও স্থানীয় ব্যক্তিবর্গ।
শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রহিম সরকার।
শোকসভা শেষে মরহুম মাওলানা শফিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে