সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সদর ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন শাখার উদ্যোগে পৃথক দুটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জুলাই) দুপুরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সদর ইউনিয়নের এবং বংশীকুন্ডা বাজারে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সভা অনুষ্ঠিত হয়। দলকে তৃণমূল পর্যায় থেকে সংগঠিত করতে এবং নবগঠিত কমিটির নেতাদের পরিচয় করিয়ে দিতেই এসব সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. কামাল হোসেন। যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন ও সদস্য আতিউর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াৎ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার ও মো. মোশাহিদ তালুকদার।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য মো. কামাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল জলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের পরিচিতি সভায় তৃণমূল পর্যায়ের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সুজন মিয়া।
যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম ও মো. তাজুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য মো. শাহেবুর আলম, মো. ইনামুল গণি রুবেল, মো. নেকবর হোসেন, মো. সাজ্জাদুর রহমান ও মো. সেনোয়ার হোসেন।
সভায় বক্তারা বলেন, বিএনপির রাজনীতি বর্তমানে নানা বাধা-বিপত্তির মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এই সংকটকালে যারা দলের পাশে থেকেছেন, আন্দোলনে সক্রিয় ছিলেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের মূল্যায়নের ভিত্তিতেই দল পুনর্গঠিত হবে।
তারা আরও বলেন, “আমরা এমন নেতৃত্ব চাই, যারা শুধু নেতৃত্বই দেবে না, দরকার হলে রাজপথেও সামনে দাঁড়াবে। বসন্তের কোকিলরা যেন নেতৃত্বে আসতে না পারে—এই প্রত্যাশা আমাদের।”
বক্তারা ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যন্ত শক্তিশালী সংগঠন গঠনের ওপর জোর দিয়ে বলেন, “দলীয় আনুগত্য, জনসম্পৃক্ততা ও মাঠপর্যায়ে সক্রিয় অংশগ্রহণ বিবেচনায় নিয়েই কমিটি গঠন করতে হবে।”
সভায় নেতাকর্মীরা বলেন, “বিএনপির ভিত্তি হচ্ছে তৃণমূল। যারা কঠিন সময়ে দলের পাশে ছিলেন, তাঁদের সম্মান জানিয়ে দ্রুত ওয়ার্ড কমিটি গঠন করা হবে।”
একুশে সংবাদ/সু.প্র/এ.জে