AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটালীপাড়ায় পুলিশের হয়রানির প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন


Ekushey Sangbad
সুশান্ত বর্ণিক, কোটালীপাড়া
০৪:৫৯ পিএম, ২০ জুলাই, ২০২৫

কোটালীপাড়ায় পুলিশের হয়রানির প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাধারণ মানুষের বিরুদ্ধে পুলিশের হয়রানি ও গ্রেপ্তারের প্রতিবাদে উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে। রবিবার উপজেলার ঘাঘর বাজারে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার বক্তব্য দেন।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন জানান, গত ১৬ জুলাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা কোটালীপাড়া-পয়সারহাট সড়ক অবরোধ করে ওয়াবদার হাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারা সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করেন। এ ঘটনায় কোটালীপাড়া থানা পুলিশ ১১৫ জনকে জ্ঞাত ও প্রায় ১,৫০০ জনকে অজ্ঞাত আসামী দেখিয়ে একটি মামলা দায়ের করে। মামলায় সাধারণ মানুষদের গ্রেপ্তারের নামে হয়রানি চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি এবং এর তীব্র প্রতিবাদ জানান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, অধিকাংশ আসামী সাধারণ মানুষ, যাদের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। প্রশ্ন তুলেছেন, কাদের সাহায্যে নিরীহ মানুষদের আসামী করা হলো।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার পুলিশকে উদ্দেশ্য করে বলেন, বিক্ষোভের সময় তারা সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু কাউকে আটক করতে পারেননি। পুলিশের কাছে ফুটেজ থাকলেও নিরীহ মানুষদের গ্রেপ্তার করা হচ্ছে যা নিন্দনীয়।

তিনি আরও বলেন, “আমরা মানুষের জন্য রাজনীতি করি। যদি পুলিশের হয়রানিতে সাধারণ মানুষকে কষ্ট হয়, আমরা তাদের সঙ্গে থেকে প্রতিরোধ করবো।”

সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক শেখ ফায়েকুজ্জামান, রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, ছাত্রদলের আহবায়ক লালন শেখসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/গো.প্র/এ.জে

Link copied!