ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় ছোটন দে (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাকওয়া পরিবহনের একটি মিনিবাস বিদ্যুতের টলি গাড়িকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়িতে থাকা কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা ফুলবাড়িয়া উপজেলার দেবগ্রামের সচিন্দ্র চন্দ্র দে`র ছেলে ছোটন দে`কে মৃত ঘোষণা করেন।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি এ বি এম মেহদী মাসুদ জানান, দুর্ঘটনা পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশটি উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে