নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের এক ইউপি সদস্যের বিরুদ্ধে টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) তৃতীয় পর্যায়ে বরাদ্দকৃত অর্থ প্রকল্প বাস্তবায়ন না করেই আত্মসাৎ করেছেন ইউপি সদস্য হানিফ ভুঁইয়া।
অভিযোগকারী পুতুল মিয়া জানান, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতি মো. হানিফ ভুঁইয়া কাজ না করেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে ৭৫ হাজার টাকার পুরো প্রকল্প বরাদ্দ আত্মসাৎ করেছেন। এ নিয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্যের বক্তব্য জানা সম্ভব হয়নি।
একুশে সংবাদ/নে.প্র/এ.জে