রাঙ্গামাটির বাঘাইছড়িতে “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে নিম, রঙ্গন, কাটবাদাম, জবা ও রাধাচূড়া প্রভৃতি ঔষধি ও ফুলজাতীয় গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয় একটি গুরুত্ববহ ‘মা সমাবেশ’।
অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কমিটির সদস্য নজরুল ইসলাম, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল মাবুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, অভিভাবক প্রতিনিধি সিরাজুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন, মা-ই একজন সন্তানের ভবিষ্যৎ গড়ার মূল কারিগর। সন্তানের পড়াশোনায় প্রতিদিন তাকে পড়ার টেবিলে বসাতে হবে। আদর্শ মা-ই পারেন একটি আদর্শ শিক্ষার্থী গড়ে তুলতে। আর এমন শিক্ষার্থী থেকেই গড়ে উঠবে নৈতিকতা, মূল্যবোধ ও সুনাগরিক।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে