“মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার তিতাসে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকাল ৪টায় উপজেলার বলরামপুর ইউনিয়নের ঐইচারচর মধ্যপাড়া জামে মসজিদ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিতাস থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্যাহর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি আক্তারুজ্জামান আক্তার, ডা. গোলাম জিলানী ভূঁইয়া, কাজী কবির হোসেন সেন্টু, মোঃ আক্তারুজ্জামান, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোহর মুন্সি, বলরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু পাঠান, সাধারণ সম্পাদক এম এ সাত্তার এবং নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জহিরুল ইসলাম।
এছাড়াও সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজ থেকে এর শেকড় উপড়ে ফেলতে জনগণকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে