জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা ও বৃক্ষরোপণ কর্মসূচি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শহীদ স্মৃতিসৌধ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় জুলাই অভ্যুত্থানের সময় ফরিদপুরে শহীদ হওয়া সাতজনের স্মরণে সাতটি গাছ রোপণ করা হয়। রোপণকৃত গাছের মধ্যে ছিল ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির চারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, পুলিশ সুপার মো. আব্দুল জলিল, সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়া।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ১ নম্বর যুগ্ম সমন্বয়ক এস. এম. জাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক নাইমুল ইসলাম, মুখপাত্র জেবা তহসিন এবং শহীদ পরিবারের সদস্যরা।
বৃক্ষরোপণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে