নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার আয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য সচিব এবং নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব ডা. রফিকুল ইসলাম হিলালী।
বর্ধিত সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তাঁরা দলীয় সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের উপস্থিতিতে এই সভা স্থানীয় রাজনীতিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। নেতাকর্মীদের মাঝে দেখা যায় নতুন উদ্যম ও কর্মচাঞ্চল্য।
একুশে সংবাদ/নে.প্র/এ.জে