গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে উজিরপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে সড়কে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল খালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল মান্নান মাস্টার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সেক্রেটারী মো. খোকন সরদার, পৌর জামায়াত ইসলামের আমীর আল আমিন সরদার, বড়াকোঠা ইউনিয়ন আমীর মো. আনোয়ার হোসেন , শিকারপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নাসির উদ্দিন, শোলক জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম নাসির ও প্রমুখ।
বক্তারা জানান, ২৪ জুলাই আন্দোলনে যাদের সাহসী ভূমিকায় এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। সেই জুলাই সৈনিকদের উপর ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। অন্যথায় জামায়াতে ইসলামী জনগণকে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

