যশোর শহরের মুসলিম একাডেমি স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বাইজিদ শিকদার (১৫) ও সাজিদ (১৫)। সাজিদ যশোরের ঘোপ নোয়াপাড়া এলাকার শরিফুলের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকেন। অপরদিকে, বাইজিদের বাড়ি যশোর শহরের ঘোপ, রাজুর বাড়ির সামনে এলাকায়। উভয়েই মুসলিম একাডেমি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তাদের বন্ধু আকাশকে যশোর জেলা স্কুলের কয়েকজন ছাত্র ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় সাজিদ ও বাইজিদ বাধা দিলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে ছুরি দিয়ে হামলা চালায়। ছুরিকাঘাতে উভয়েই পায়ে গুরুতরভাবে আহত হন।
মুসলিম একাডেমি স্কুলের শিক্ষকরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
একুশে সংবাদ/য.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

