AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সরাইলে ছাত্রদলের মশাল মিছিল



বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সরাইলে ছাত্রদলের মশাল মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মশাল মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রদল।

মঙ্গলবার রাতে উপজেলার কুট্টাপাড়া এলাকা থেকে উপজেলা ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী মশাল হাতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ শেষে কুট্টাপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকালে ছাত্রদলের নেতাকর্মীরা নানা স্লোগানে রাজপথ মুখর করে তোলেন।

সমাবেশে বক্তব্য দেন সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জামাল হোসেন লস্কর, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজ মহসিন, উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মো সোহাগ মিয়া, উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, সরাইল উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী  সাব্বির ভূইয়া আকরাম। 

বক্তারা বলেন, জুলাই বিপ্লব আন্দোলনে যখন এনসিপি নামক পিচ্চি সংগঠনের নেতাদের যখন ডিবি বাহিনী ধরে নিয়ে যায়। তখন তারা এই আন্দোলন ছেড়ে দেয়। এমন সময় আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রপতি জনাব তারেক রহমান উনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশের সর্ব জায়গায় গণ আন্দোলন করা হয়েছিল। পরে ৫ই আগস্ট ফ্যাসিস হাসিনা সরকার বাংলাদেশ থেকে দিল্লী পলায়ন করে। 

বক্তারা আরো বলেন, আপনারা দেখেছেন কিছু পিচ্চি সংগঠন আর কিছু গুপ্ত বাহিনী অপপ্রচারে লিপ্ত হয়েছে। স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেভাবে অবমাননা ও ইজ্জত হানি করা হয়েছে সারা বাংলাদেশের জনগণ আপনাদেরকে ধিক্কার জানাই। এবং জুলাই বিপ্লবের আন্দোলনের মাস্টার মাইন্ড জনাব তারেক রহমানকে যে ব্যাঙ ভাষায় কথা বলেছে আমরা তীব্র নিন্দা জানাই এবং আগামী দিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যদি কেউ ব্যাঙ চিত্র করে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।


 


একুশে সংবাদ/ব্রা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!