গোপালগঞ্জের কোটালীপাড়ার শাদুল্লাপুর ইউনিয়নের পিরেরবাড়ী এলাকার ভাইরাল হওয়া মাদক কারবারি তাপস দত্ত প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এখনও তাকে গ্রেফতার করেনি আইনশৃঙ্খলা বাহিনী।
মাদকসেবনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তাপস দত্ত তার ব্যবসা প্রতিষ্ঠান “অন্তর টেলিকম”-এ বসে বন্ধুদের সঙ্গে ইয়াবা সেবন করছেন। প্রতিষ্ঠানটি কোটালীপাড়া উপজেলার পিরেরবাড়ী বাজার এলাকায় অবস্থিত।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ভিডিও তারই এক মাদকসেবী বন্ধু গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রথমে তাপস মুঠোফোন বন্ধ করে আত্মগোপনের চেষ্টা করেন। পরে কিছুদিন না যেতেই আবার দোকান খুলে প্রকাশ্যেই বসতে শুরু করেন।
বিষয়টি অনুসন্ধানে গেলে স্থানীয় অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে তাপস দত্ত ব্যবসার আড়ালে মাদক সেবন ও কারবারে জড়িত। তবুও প্রশাসন কিংবা স্থানীয় কোনো জনপ্রতিনিধি কখনোই তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি।
তারা আরও বলেন, ভিডিও ভাইরাল হওয়ার পরও তাপস প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা হতাশাজনক। এলাকাবাসীর দাবি, দ্রুত তাপসকে গ্রেফতার করে এলাকাকে মাদকমুক্ত করা হোক।
ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা জানান, ইতিমধ্যে তারা একটি বেনামী অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে অভিযুক্ত তাপস দত্তের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাংবাদিকদের কোনো বক্তব্য দেননি।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

