গোপন সংগঠনের মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা-প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শেরপুর জেলা ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বিকেলে শহরের পৌরপার্ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট, খরমপুর হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানামোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী (বাবু) ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল। এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের ছাত্রদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে হাসেম আহমেদ সিদ্দিকী বলেন, “আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির ভিত্তিতেই ভবিষ্যতের বাংলাদেশ গঠিত হবে। কিন্তু সেই অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করতে কিছু ষড়যন্ত্রকারী মহল অপপ্রচারে লিপ্ত রয়েছে। ছাত্রদলের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তারেক রহমানকে নিয়ে কোনো অপমান মেনে নেওয়া হবে না।”
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল বলেন, “ছাত্রদল অতীতে যেমন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে থেকেছে, এখনো থাকবে। গোপন সংগঠনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ছাত্রদল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে। অপপ্রচারকারীদের ছাড় দেওয়া হবে না।”
সমাবেশে বক্তারা আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথেই জবাব দেবে সকল অপপ্রচারের।”
একুশে সংবাদ/শে.প্র/এ.জে