AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ



জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নষ্ট, গোপন অপতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৪ জুলাই) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

জেলা ছাত্রদলের সভাপতি অতিকুর রহমান সুমিলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামীম আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোসাব্বির হাসান মিঠুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কিছু গুপ্তচক্র গোপনে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করে ছাত্রদলের ওপর দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। তারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছরের নেতৃত্বে যে গণআন্দোলনের পটভূমি তৈরি হয়েছে, তা কোনোভাবেই ষড়যন্ত্রকারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না।

বক্তারা হুঁশিয়ার করে বলেন, তারেক রহমানকে নিয়ে কুৎসা রটানো ও মিথ্যা অপপ্রচার আর বরদাস্ত করা হবে না। ছাত্রদল বিশৃঙ্খলার রাজনীতিতে বিশ্বাস করে না—তারা সুষ্ঠু শিক্ষা ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।

 

একুশে সংবাদ/জা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!