খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে “সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার” শীর্ষক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা’র ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ড. মোঃ আশরাফুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম।
সভায় খুলনা রেঞ্জের ৬৪টি থানার কম্পিউটার অপারেটর, বিভিন্ন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারবৃন্দ অংশ নেন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় দিক তুলে ধরে অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ পুলিশের পেশাদারিত্ব বৃদ্ধি এবং জনবান্ধব কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে