যশোরের অভয়নগর উপজেলার মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবনিযুক্ত শিক্ষক সাগর সরদারের যোগদান উপলক্ষে রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের অফিস কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের পরিচালনা পরিষদ, শিক্ষক ও অভিভাবকরা। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ কামরুজ্জামান ফিরোজ।
এসময় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ত্রিলোচন কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক রাজু আহমেদ, নওয়াপাড়া পৌর বিএনপির কোষাধ্যক্ষ ফারুক হোসেন, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক শামিম হোসেন, নওয়াপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অবেদ আলী সরদার, সাংগঠনিক সম্পাদক আবু কালাম প্রমুখ। এছাড়া সাবেক ছাত্রনেতা রিপন হোসেন, ইকবাল হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নবাগত শিক্ষককে স্বাগত জানিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি শিক্ষার মান উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে বিদ্যালয়কে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
একুশে সংবাদ/য.প্র/এ.জে