মাত্র ১৮ ঘণ্টার ব্যবধানে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গ্রামীণ এলাকায় দুটি ভ্যান চুরির ঘটনা ঘটেছে। তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত থানায় কোনো অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, কোটচাঁদপুরের শেরখালী গ্রামের মৃত ইরাজ তুল্লার ছেলে জালাল উদ্দীন (৩৫) রবিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে ভ্যান নিয়ে শেরখালী মাঠে কাজ করতে যান। মাঠে কাজের সময় তিনি রাস্তার পাশে ভ্যান রেখে গেলে কিছুক্ষণ পর ফিরে এসে আর ভ্যানটি খুঁজে পাননি।
অন্যদিকে একই দিন ভোর ৫টার দিকে তালসার গ্রামের মৃত ছিদ্দিক ভুঁইয়ার ছেলে মাহফুজ ভুঁইয়ার ইঞ্জিনচালিত ভ্যানটিও চুরি হয়ে যায়। ভ্যানটি ছিল তার জীবিকার একমাত্র ভরসা। মাহফুজ ভুঁইয়া জানান, প্রতিদিনের মতো আগের রাতে ভ্যান ভাড়া শেষে বাড়িতে এনে চার্জে দিয়ে ঘুমাতে যান। ভোরে ঘুম থেকে উঠে দেখেন ভ্যানটি নেই। এরপর থেকে বহু স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। তিনি জানিয়েছেন, এ বিষয়ে তিনি থানায় অভিযোগ করবেন।
এ বিষয়ে কোটচাঁদপুর থানার পিএসআই আল আমিন হোসেন বলেন, “ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত কেউ কোনো অভিযোগ জমা দেয়নি।”
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে