বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক সাড়ে ৩ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, কার্যালয় ভাঙচুর ও নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বাঘাবাড়ি ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন শ্রমিকরা। এ সময় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছে।
উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান গ্যাদা ও সাধারণ সম্পাদক রমজান আলী শেখ অভিযোগ করেন, পোতাজিয়া ইউনিয়ন বিএনপির নেতারা শ্রমিক ইউনিয়নের কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছেন। শনিবার রাতে তারা মদ্যপ অবস্থায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ভাঙচুর চালান এবং এর আগে মিথ্যা মামলায় হয়রানি করেছেন।
এ বিষয়ে পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বাঘাবাড়ি নদী বন্দরের ইজারাদার মো. আনিসুর রহমান বলেন, শ্রমিক ইউনিয়নের আওয়ামী লীগপন্থীরা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ পরিস্থিতি তৈরি করেছে। প্রকৃত ঘটনা হলো বাঘাবাড়ির বড়াল নদীতে নৌকা বাইচ আয়োজনকে কেন্দ্র করে মতবিরোধ সৃষ্টি হয়। নৌকা বাইচ যৌথভাবে আয়োজনের প্রস্তাব দেওয়ায় শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে উত্তেজনা ছড়ানো হয়। পরে এ ঘটনাকে ভিন্নখাতে নিতে আওয়ামী লীগের ইন্ধনে চক্রান্ত করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
একুশে সংবাদ/সি.প্র/এ.জে