AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শতকোটি ছাড়াল পাগলা মসজিদের দান


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০৩:৩৯ পিএম, ৩১ আগস্ট, ২০২৫

শতকোটি ছাড়াল পাগলা মসজিদের দান

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে আবারও তৈরি হলো নতুন রেকর্ড। সর্বশেষ দানবাক্স খোলার পর মসজিদে মোট জমার পরিমাণ দাঁড়িয়েছে ১০৩ কোটি ১৮ লাখ ৪৫ হাজার ৩৩০ টাকা।

শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় প্রায় চার মাস ১৮ দিন পর মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। দিনভর গণনার পর মোট ৩২ বস্তা টাকা পাওয়া যায়, যার মধ্যে নগদ অর্থ ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা এবং অনলাইনে আরও ৫ লাখ টাকা দান আসে।

এর আগে চলতি বছরের ১২ এপ্রিল দানবাক্স খোলার সময় ২৮ বস্তা থেকে ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া গিয়েছিল। তখন মসজিদের বিভিন্ন ব্যাংক হিসাবে ইতিমধ্যেই জমা ছিল প্রায় ৯১ কোটি টাকা।

পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, আগে থেকে ব্যাংকে থাকা ৯১ কোটি টাকার সঙ্গে এবার দানবাক্স ও অনলাইন দান যোগ হয়ে সর্বমোট জমা হয়েছে ১০৩ কোটি ১৮ লাখ ৪৫ হাজার ৩৩০ টাকা।

তিনি আরও জানান, দানবাক্স থেকে পাওয়া সব অর্থ ব্যাংকে জমা রাখা হয় এবং এর লভ্যাংশ দিয়ে অসহায় ও জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত এ ঐতিহাসিক মসজিদে প্রতিদিন দেশ-বিদেশ থেকে নানা ধর্ম-বর্ণের মানুষ দান করতে আসেন। বিশ্বাস করা হয়, এখানে দান করলে মনের আশা পূর্ণ হয়।

এদিকে, পাগলা মসজিদ পরিচালনা কমিটি একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলার উদ্যোগ নিয়েছে এবং ইতিমধ্যেই এ লক্ষ্যে নানা কার্যক্রম শুরু হয়েছে।

 

একুশে সংবাদ/কি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!