AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সারা দেশে মব সৃষ্টির প্রতিবাদে নওগাঁ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল


Ekushey Sangbad
আতাউর শাহ্, নওগাঁ জেলা প্রতিনিধি
০২:৩২ পিএম, ১৪ জুলাই, ২০২৫

সারা দেশে মব সৃষ্টির প্রতিবাদে নওগাঁ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারা দেশে সংগঠিত মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বিনষ্ট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নওগাঁ জেলা শাখা।

সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারী ছাত্রদলের নেতাকর্মীরা “দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার”, “স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার”, “দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত”, “মানুষ মরে উল্লাস করে, ইন্টেরিম কি করে” সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহার।

বক্তারা বলেন, “গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালে সংঘটিত হত্যাকাণ্ড ছিল বর্বর ও পূর্বপরিকল্পিত। হত্যার পর উল্লাস এই সরকার ও তাদের আশ্রিত গুপ্তচক্রের নিষ্ঠুরতারই প্রমাণ।” তারা অভিযোগ করেন, সরকার পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরে গোপন তৎপরতায় একটি চক্র মব তৈরি করে শিক্ষাঙ্গনসহ সারাদেশে অস্থিরতা সৃষ্টি করছে।

বক্তারা অবিলম্বে সোহাগ হত্যার বিচার দাবি করেন এবং বলেন, “বিচার না হলে ছাত্রদল আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের রাসেল, সাংগঠনিক সম্পাদক অমিয় কুমার সরকার, ছাত্রনেতা আবু সালেহ স্নেহ, ফায়সাল আজম অলি, হাফিজুর রহমান আকাশ, আজিজুল ইসলাম, তাইজুল ইসলাম তাজ, মনোয়ার হোসেন রাঙ্গা, শাজাহান বাদশা, আল-আমিন বাদশা, হৃদয় মাহমুদ, মুন, সঞ্জীব প্রমুখ।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!