AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
সারাদেশে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে

সোহাগসহ নিহতদের বিচারের দাবিতে রূপগঞ্জে মশাল মিছিল



সোহাগসহ নিহতদের বিচারের দাবিতে রূপগঞ্জে মশাল মিছিল

সারাদেশব্যাপী সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ এবং রাজধানীর মিটফোর্ড এলাকায় সন্ত্রাসীদের হাতে নিহত ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগসহ সকল শহীদদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ মানুষ।

রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ভুলতা স্কুল গেট থেকে শুরু হয়ে গোলাকান্দাইল গোলচত্বর ঘুরে ভুলতা মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচি জুড়ে "সন্ত্রাসীদের বিচার চাই", "সোহাগ হত্যার বিচার চাই", "চাঁদাবাজদের হটাও, শিক্ষার্থীদের বাঁচাও"—ইত্যাদি শ্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।

মিছিলে নেতৃত্ব দেন রূপগঞ্জ শাখার নাগরিক কমিটির সাবেক আহ্বায়ক হৃদয় হাসান, অধিকার পরিষদের কাউছার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি আব্দুল হাশেমী প্রমুখ।

বক্তারা বলেন, “সারা দেশে যেভাবে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা সন্ত্রাসীদের হাতে প্রাণ হারাচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সোহাগ হত্যাকাণ্ড এরই একটি জ্বলন্ত উদাহরণ। আমরা এর দ্রুত বিচার চাই।”

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী ও অন্তর্বর্তীকালীন সরকার যদি দেশে নাগরিক নিরাপত্তা ও বিচার নিশ্চিত করতে ব্যর্থ হন, তাহলে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। জনগণকে বাধ্য করবেন না আরেকটি গণঅভ্যুত্থান গড়ে তুলতে।”

বক্তারা আরও বলেন, “রাষ্ট্রীয় সহায়তায় চিহ্নিত দলীয় সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্র দিনের পর দিন নিরীহ মানুষের রক্ত ঝরাচ্ছে। যদি সরকার দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।”

মশাল মিছিলে রূপগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

 

একুশে সংবাদ/না.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!