AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৌরীপুরে তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ



গৌরীপুরে তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অযাচিত দোষারোপের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।

রবিবার (১৩ জুলাই) বিকেলে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে উত্তর বাজার মোড়ে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ ও সমাবেশে নেতৃত্ব দেন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরন, সদস্য সচিব হাফেজ আজিজুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস ও সদস্য সচিব সুজিত কুমার দাস।

সমাবেশে বক্তারা বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি উদ্দেশ্যপ্রণোদিত এবং গণতন্ত্রকামী জনগণের মনোবল দুর্বল করার অপচেষ্টা।” বক্তারা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন আরও বেগবান হবে।

বিক্ষোভে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও দলীয় সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

একুশে সংবাদ/ম.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!