শেরপুর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হোসেন আলীকে চাঁদাবাজির অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (১৩ জুলাই) দুপুরে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মো. হোসেন আলীকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক পরিহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া, দলের নাম ও পরিচয় ব্যবহার করে কেউ বেআইনি কাজে জড়িত থাকলে তার বিরুদ্ধেও কোনো ধরনের শৈথিল্য না দেখিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে