মাগুরার শালিখায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) বিকেল ৫টার সময় উপজেলার আইডিয়াল হাইস্কুল প্রাঙ্গণে শালিখা উপজেলা বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওয়াজেদ আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী, জেলা কৃষকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হিরা, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুর রহিম, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামিম, শালিখা উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, মাগুরা জেলা বিএনপির সদস্য, মোতালেব শিকদার, শালিখা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন মুন্সীসহ বিএনপির অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন ।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে