রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট-মুন্ডুমাল আমনুরা আঞ্চলিক সড়কের ভুষনা-চান্দুরিয়া অংশের মাত্র ৩শ মিটার সড়ক দীর্ঘদিন যাবৎ সংষ্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কে ঝুঁকি নিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে। এতে করে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।
সরেজমিনে দেখা গেছে চলতি বর্ষা মৌসুমে সড়কটির অবস্থা আরও বেহাল হয়েছে। এ সড়কটি দিয়ে রাজশাহী-আমনুরা ও গোদাগাড়ী-তানোর ভায়া মুন্ডুমালা এলাকার শত শত যানবাহন প্রতিদিন চলাচল করে থাকে। দীর্ঘদিন যাবৎ সংষ্কারের অভাবে সড়কটিতে এখন কাদামাটি ও খানাখন্দের সৃষ্টি হয়েছে।
গরু ব্যবসায়ী নুরুল ইসলাম ও বাদল হোসেন বলেন, আমাদের দুর্ভোগের কোনো শেষ নেই। বৃষ্টির সময় রাস্তায় কাদামাটি জমে থাকার কারণে গরুভর্তি গাড়ি নিয়ে ঝুঁকির মধ্যে থাকি। তাই অল্প রাস্তা যেন তাড়াতাড়ি সংস্কার করা হয় এজন্য যথাযথ কর্তৃপক্ষর কাছে আবেদন জানাই।
অটোচালক মুখলেস বলেন, এই রাস্তায় খানাখন্দের কারণে গাড়ি চালাতে আমাদের খুবই সমস্যা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ সড়ক আর কত খারাপ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কারের উদ্যোগ নেবে বলে প্রশ্ন তার।
এ বিষয়ে রাজশাহী সড়ক জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক বলেন, সড়কটির অবস্থা সম্পর্কে আমরা অবহিত আছি। সড়কটি দ্রুত সংষ্কারের ব্যবস্থা নেয়া হবে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে