ময়মনসিংহের নান্দাইলে অসহায় পরিবার, মসজিদ ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ঢেউটিন এবং গৃহনির্মাণ সহায়তা বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের "মানবিক সহায়তা ও নগদ অর্থ বিতরণ" কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হয়। এতে ১৬ জন উপকারভোগীকে জনপ্রতি ২ বান্ডিল করে মোট ৩২ বান্ডিল ঢেউটিন এবং গৃহনির্মাণ অনুদান হিসেবে জনপ্রতি ৬ হাজার টাকা করে মোট ৯৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক মোছা: সারমিনা সাত্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা।
এ ধরণের সহায়তা কার্যক্রমে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে