AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে এলাকাবাসীর উদ্যোগে সড়ক সংস্কার শুরু



বোয়ালখালীতে এলাকাবাসীর উদ্যোগে সড়ক সংস্কার শুরু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরা এলাকার দীর্ঘদিন অবহেলিত লালচাঁদ বিহার সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। বুধবার (৯ জুলাই) স্থানীয় ধ্রুবতারা তরুণ সংঘের উদ্যোগে প্রায় আধা কিলোমিটার দৈর্ঘ্যের চলাচল অযোগ্য সড়কটির খানাখন্দ পূরণ করে চলাচল উপযোগী করে তোলা হয়।

সড়ক সংস্কারে আর্থিক সহায়তা করেছেন স্থানীয় সমাজসেবক চিন্ময় বড়ুয়া রিন্টু। দীর্ঘ প্রায় এক দশক ধরে সড়কটি সংস্কারের অভাবে এলাকাবাসী চরম দুর্ভোগে ছিলেন। এ সড়কটি শাকপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অন্যতম গুরুত্বপূর্ণ যাতায়াতপথ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কোনো উদ্যোগ দেখা যায়নি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও কোনো বরাদ্দ দেওয়া হয়নি। বরং বসতিহীন বিল এলাকার সেতু ও সড়ক প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয় করা হলেও এই গুরুত্বপূর্ণ সড়কটি থেকে বরাবরই মুখ ফিরিয়ে রাখা হয়েছে।

এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অধীর বড়ুয়া বলেন, “এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ শত শত মানুষ চলাচল করেন। দীর্ঘদিন অবহেলায় পড়ে ছিলো। এখন স্থানীয়দের উদ্যোগে সংস্কার কাজ হওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।”

৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অনুপ দাশ বলেন, “লালচাঁদ বিহার সড়কের উন্নয়ন দীর্ঘদিনের দাবি ছিল। সরকারিভাবে কোনো কাজ না হওয়ায় এলাকাবাসীর উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

স্থানীয়দের মতে, এ সড়কটি সহজেই টিআর বা কাবিখা প্রকল্পের মাধ্যমে সংস্কার করা সম্ভব ছিল। কিন্তু বিগত ১৭ বছরে কোনো বরাদ্দ না আসায় এখন বাধ্য হয়ে এলাকাবাসীই এগিয়ে এসেছেন।

তারা মনে করেন, বিগত দিনের টিআর ও কাবিখা প্রকল্পের বরাদ্দ ও বাস্তবায়নের তথ্য জনসম্মুখে প্রকাশ করা জরুরি, যাতে প্রকৃত উন্নয়ন ও জনগণের প্রয়োজনীয় চাহিদা নির্ধারণে স্বচ্ছতা আসে।

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!