AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীতে যুবলীগ নেতা ভাগনের বিচার চেয়ে মামার সংবাদ সম্মেলন


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
০৬:৪১ পিএম, ১০ জুলাই, ২০২৫

রাজশাহীতে যুবলীগ নেতা ভাগনের বিচার চেয়ে মামার সংবাদ সম্মেলন

রাজশাহীতে ভাগনের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পবা উপজেলার প্রথম শ্রেণির ঠিকাদার ওয়াসিমুল হক। তার ভাগনে আল ফারুক আহমেদ ওরফে ‘নতুন’ নওহাটা পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা সাড়ে ৩টায় রাজশাহী সিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়াসিমুল হক লিখিত বক্তব্যে দাবি করেন— আওয়ামী সরকারের সময় ভাগনে নতুন বিভিন্ন অপকর্ম করেছেন এবং তার কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে প্রায় কোটি টাকা নিয়েছেন। বর্তমানে সরকারের পরিবর্তনের পরও তিনি প্রকাশ্যে অবস্থান করছেন এবং আবারও টাকার জন্য চাপ দিচ্ছেন।

ওয়াসিমুল অভিযোগ করেন, দ্বিতীয় স্ত্রী তানিয়া খাতুনের ভাই মো. জনির মদদে নতুন এখনো বেপরোয়া হয়ে চলাফেরা করছেন। এছাড়া সাবেক এমপি আয়েন উদ্দিনের ছত্রছায়ায় নতুন এলাকায় একচেটিয়া আধিপত্য বিস্তার করেছেন বলে অভিযোগ তোলেন তিনি।

তিনি আরও জানান, গত মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় নতুন তার ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা চালান এবং এক মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে স্থানীয় লোকজন তাকে সেখান থেকে সরিয়ে দেয়। একই রাতে নতুন ২০-২৫ জনকে নিয়ে তার (ওয়াসিমুল) বাড়িতে হামলার চেষ্টা চালান বলে অভিযোগ করেন। এসব ঘটনার সিসিটিভি ফুটেজ তার কাছে রয়েছে এবং তিনি এ বিষয়ে রাজশাহীর এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে ওয়াসিমুল দাবি করেন, উল্টো নতুনের স্ত্রী তানিয়া খাতুন তাদের নামে একটি পাল্টা অভিযোগ করেছেন, যেখানে দাবি করা হয়েছে, পাওনা টাকা নিতে গিয়ে নতুনকে ডেকে নিয়ে মারধর করা হয়েছে। তিনি এই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন।

তার ভাষ্য, “নতুন আমার কাছে কোনো টাকাই পাবে না। বরং আমি তার ব্যাংক ঋণের জন্য প্রায় ৮০ লাখ টাকা দিয়েছি। চেম্বারে ডাকার প্রশ্নই আসে না, সে-ই জোর করে চাঁদা দাবি করে।”

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, এর আগেও একটি মামলায় ‘নতুন’ তাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছিলেন। পরে মামলার বাদী ভুল বুঝতে পেরে এফিডেভিটের মাধ্যমে তার নাম প্রত্যাহার করে নেন।

ঠিকাদারি কাজ নিয়েও নতুনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করেন ওয়াসিমুল। তিনি জানান, রাস্তার কাজ শুরুর আগেই বর্ষার পানিতে মাটি ধসে পড়ে। অথচ নতুন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়েছেন যে, চলমান প্রকল্পের কাজ ধসে পড়েছে।

সবশেষে তিনি বলেন, “ভাগনের কারণে আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে জানতে বৃহস্পতিবার বিকেলে যুবলীগ নেতা আল ফারুক আহমেদ ওরফে নতুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার স্ত্রী তানিয়া খাতুন বলেন, “ও এখন বাসায় নেই।”

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!