AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আনোয়ারা চাতরী চৌমুহনী মোড়ে এলোমেলো পার্কিংয়ে নিত্যদিন যানজট



আনোয়ারা চাতরী চৌমুহনী মোড়ে এলোমেলো পার্কিংয়ে নিত্যদিন যানজট

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ব্যস্ততম চাতরী চৌমুহনী সিইউএফএল মোড়ে এলোমেলোভাবে পার্কিং করা সিএনজি ও অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়ছেন স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ সাধারণ পথচারীরা। মাঝে মাঝে প্রশাসন অভিযান চালালেও তা কার্যত স্থায়ী সমাধান আনতে পারছে না। 

স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রশাসন নির্ধারিত জায়গায় সিএনজি ও অটোরিকশার স্ট্যান্ড করার নির্দেশ দিলেও তা মানছেন না চালকরা। যাত্রীদের সুবিধার কথা বলে তারা মোড়ের আশপাশে অবৈধভাবে স্ট্যান্ড গড়ে তুলে পরিবহন চালাচ্ছেন। এর ফলে সড়কের উভয় পাশে অন্তত ২০ থেকে ৩০টি অটোরিকশা ও সিএনজি দাঁড়িয়ে থাকে, যা যানজটের অন্যতম কারণ।

পাশাপাশি যত্রতত্র যাত্রী ওঠানামা করায় পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। স্থানীয়দের আরও অভিযোগ, ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তা ও সড়কের ওপর স্থায়ীভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখার সুযোগকে কাজে লাগিয়ে অবৈধ দোকানপাট বসিয়ে ফেলেছে কিছু প্রভাবশালী ব্যক্তি। এতে করে মোড়টি দিনে দিনে যান চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ছে।

আনোয়ারা সিএনজি মালিক সমিতির সভাপতি মো. বদরুল হক বলেন, যতক্ষণ পর্যন্ত প্রশাসন চাতরী চৌমুহনী মোড়ের অবৈধ দোকান উচ্ছেদ করে সিএনজি ও অটোরিকশার জন্য একটি নির্দিষ্ট ও স্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা না করবে, ততদিন এ অবস্থা চলতেই থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (টিআই) আবুল কালাম আজাদ বলেন, যানজট নিরসনে আমরা কাজ করছি। তবে কেন সমস্যা থেকে যাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আমরা কাজ করছি কি না, আপনি একটু অফিসে এসে দেখে যান।

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!