ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫৬ পরিবারের মাঝে বিনামূলে এক বান্ডিল করে ঢেউটিন এবং তিন হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণলয়ের এইসব টিন ও চেক বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কারিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, সহসভাপতি আবুল হোসেন, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, নসরতে খোদা রানা, ভোমরাহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মজিদ, বিএনপি নেতা, জিল্লুর চৌধুরী, আব্দুল খালেকসহ গণমাধ্যমকর্মী ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে