কিশোরগঞ্জের বাজিতপুরে পাওনা টাকা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে নর্মুজ আলী (৪৮) নামের এক ভ্যানচালককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের হৃষিপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নর্মুজ আলী উপজেলার শাহপুর সাতানি গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন এবং পাঁচ সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, হৃষিপাড়া এলাকার কয়েকজনের সঙ্গে নিহতের আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে নর্মুজ আলী ভ্যান নিয়ে বাজিতপুর বাজারের উদ্দেশে রওনা হলে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে। এরপর সবার সামনে প্রকাশ্যে তাকে বেধড়ক মারধর করা হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নর্মুজকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী সোমা বেগম বলেন,"আমার স্বামীর সঙ্গে হৃষিপাড়ার কয়েকজনের পুরনো বিরোধ ছিল। তারা দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল। আজ সকালে তারা পরিকল্পিতভাবে আমার স্বামীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে।"
বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন জানান,"খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও লিখিত অভিযোগ (এজাহার) পাওয়া না গেলেও প্রস্তুতি চলছে। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।"
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং এলাকাবাসী দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
