AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৈরী নদী উত্তাল ভোলার ১৬টি রুটে নৌ চলাচল বন্ধ



বৈরী নদী উত্তাল ভোলার ১৬টি রুটে নৌ চলাচল বন্ধ

মৌসুমি বায়ুর প্রভাবে গত ২৪ ঘণ্টায় উপকূলীয় জেলা ভোলার বিভিন্ন উপজেলায় থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই অবস্থায় নদীবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সমুদ্র স্বাভাবিকের চেয়ে উত্তাল রয়েছে। এতে নদীর পানিও স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাচ্ছে। এ সময় মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৫ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন ভোলা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

বৈরি আবহাওয়ায় ভোলার চরফ্যাশন-ঢাকা, মনপুরা-ঢাকা ও ভোলা-লক্ষীপুরসহ অভ্যন্তরীণ মোট ১৬টি রুটে নৌ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। সংস্থাটির ভোলা বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন জানান, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলার অভ্যন্তরীণ কোনো রুটেই নৌ যান চলতে দেয়া হবে না। এছাড়াও অতিজোয়ারে ভোলার ইলিশা ফেরি ঘাটের গ্যাংওয়ে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

এ দিকে জোয়ারে স্বাভাবিকের তুলনায় পানি বৃদ্ধিতে প্লাবিত হচ্ছে বেড়ীবাঁধের বাইরের নিম্নাঞ্চল। গত দু’দিনের মূষলধারার বৃষ্টিতে জোলার জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা। আগামী ২ থেকে ৩ দিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

একুশে সংবাদ/ভো.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!