চুয়াডাঙ্গার জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে “সাইবার বুলিং, ইভটিজিং, মাদক, কিশোর গ্যাং, বাল্যবিয়েকে না বলি” শীর্ষক বিষয়ের ওপর ‘মিট দ্য স্টুডেন্টস’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের ক্লাসরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ডিসি জহিরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। নিজের, পরিবার ও সমাজ সম্পর্কে সচেতন হও। প্রতিবাদ করতে শিখো। যদি কোন শিক্ষার্থীকে বখাটে ছেলেরা উৎপাত করে, পুলিশকে জানালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত বিদ্যালয়ে আসা-যাওয়া করবে, লেখাপড়া করবে এবং মানুষের মত মানুষ হবে। বাল্যবিয়েকে এড়িয়ে চলবে। কোন বখাটে, চাঁদাবাজ, নেশাখোর, ইভটিজার বা কিশোর গ্যাং এ অঞ্চলে থাকবে না, সে যত বড় প্রভাবশালী ব্যক্তি হোক না কেন। অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, বিদ্যালয়ের হল রুম, গ্যারেজ রুমসহ স্কুলের মাঠ সংস্কারের কাজ করা হবে।
স্বাগত বক্তব্যে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বলেন, “আমাদের এখানে প্রায় ৮০০ শিক্ষার্থী পড়াশোনা করে। তবে পর্যাপ্ত ভবন নেই। শিক্ষার্থীদের জন্য বিশ্রামাগার ঘর নেই, সাইকেল রাখার জন্য কোন গ্যারেজ নেই। স্কুলের মাঠের অবস্থাও খুবই খারাপ, সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। ডিসি মহোদয়ের কাছে অনুরোধ, বিদ্যালয় সরকারি করার প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বসহকারে দেখবেন।”
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস, জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাসানুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।
অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের মুক্ত মঞ্চের উদ্বোধন করা হয়।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে