AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবিতে “স্মরণীয় জুলাই” স্মরণিকার মোড়ক উন্মোচন


Ekushey Sangbad
দুমকি প্রতিনিধি,পটুয়াখালী
০৪:০৪ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

পবিপ্রবিতে “স্মরণীয় জুলাই” স্মরণিকার মোড়ক উন্মোচন

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসকে স্মরণীয় করে রাখতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আয়োজন করা হলো বিশেষ কর্মসূচি। এরই অংশ হিসেবে “স্মরণীয় জুলাই” শীর্ষক একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম তাঁর দপ্তরে আনুষ্ঠানিকভাবে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজেদুল হক, এগ্রোফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাসুদুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো, জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট)-এর সভাপতি মো. আবুবকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক হাচিব মোহাম্মদ তুষার, সহকারী অধ্যাপক ও ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব ড. মুহাম্মদ ইকবাল হোসেনসহ শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, “স্মরণীয় জুলাই” স্মরণিকায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, ঐতিহাসিক প্রেক্ষাপট ও এর জাতীয় রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে অবদান তুলে ধরা হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি মাইলফলক, যা নতুন প্রজন্মকে সচেতন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।”

 

একুশে সংবাদ/প.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!