মৌলভীবাজার জেলার জুড়ীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী ফরিদা আক্তার (২৪) নিহত হয়েছেন। তিনি স্নাতক চূড়ান্ত বর্ষের প্রথম পরীক্ষায় অংশ নেওয়ার পর বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের চালবন্দ এলাকায় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনি মারা যান।
নিহত ফরিদা বড়লেখা উপজেলার পূর্ব দক্ষিণভাগ গ্রামের আব্দুল আহাদের কন্যা। তিনি জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের নিয়মিত ছাত্রী ছিলেন।
ফরিদার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকা জুড়ে শোকের মাতম চলছে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার স্নাতক তৃতীয় বর্ষের ইংরেজি বিষয়ের পরীক্ষা জুড়ী নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ফরিদা ছোট ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চালবন্দ এলাকায় মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে ফরিদা ছিটকে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের উপাধ্যক্ষ ফরহাদ আহমেদ কলেজের ছাত্রী ফরিদা আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে