AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মহাসড়ক অবরোধ প্রতিহত করা হবে: ফরিদপুরের জেলা প্রশাসক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফরিদপুর
০৪:১৭ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

মহাসড়ক অবরোধ প্রতিহত করা হবে: ফরিদপুরের জেলা প্রশাসক

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেছেন, ভাঙ্গার সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ করা যাবে না। কেউ অবরোধের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙ্গা গোলচত্বর এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আদালতে রিট দায়ের প্রসঙ্গে ডিসি জানান, সংসদীয় আসন পুনর্বিন্যাসের বিষয়ে ইতোমধ্যে উচ্চতর আদালতে রিট দায়ের করা হয়েছে এবং আগামী ২১ সেপ্টেম্বর ওই রিটের শুনানির দিন ধার্য করা হয়েছে। তিনি বলেন, “আমরা আশা করছি ওই দিন ভালো কিছু ফলাফল পাব।”

এছাড়া, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী একটি প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানান ডিসি। প্রতিবেদনে সংসদীয় আসন পুনর্বহালের দাবিকে “ভাঙ্গাবাসীর প্রাণের দাবি” হিসেবে উল্লেখ করে ফরিদপুর-৪ আসন অপরিবর্তিত রাখার সুপারিশ করা হয়েছে।

ডিসি কামরুল হাসান মোল্লা বলেন, “এই দাবিতে ঢাকা-খুলনা এবং ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা যাবে না। কেউ অবরোধের চেষ্টা করলে আমরা তা প্রতিহত করব।”

সোমবার ভাঙ্গায় ঘটে যাওয়া সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, “এটি ছিল নাশকতামূলক কর্মকাণ্ড। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং নাশকতাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”

ডিসি আরও জানান, “আজ সকাল থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের যোগাযোগ স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোথাও অবরোধের কোনো খবর পাওয়া যায়নি।”

 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

Link copied!