ফরিদপুরের সদরপুর উপজেলায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইমুর রহমান (৩) নামের তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার শৌলডুবী গ্রামে নানাবাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তাইমুর সদরপুর উপজেলার শৌলডুবী গ্রামের নাজমুল সাকিবের ছেলে।
শিশুর বাবা জানান, তাইমুর দুপুরে ঘরের খাটে ঘুমাচ্ছিল। ঘুম থেকে জেগে উঠে খেলতে গিয়ে হঠাৎ ঘরের একটি সকেটে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সঙ্গে সঙ্গে তাকে গুরুতর আহত অবস্থায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এ মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে