সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের সোনাইডুবি বিলে বিদ্যুতের ঝুলন্ত তারে জড়িয়ে মাসুক মিয়া (৫০) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুক মিয়া উপজেলার মাছিমপুর গ্রামের বাসিন্দা এবং তিনি তিন সন্তানের জনক। তিনি বংশীকুন্ডা বাজার থেকে কাঁঠাল বিক্রি করে দুই সহযোগীর সঙ্গে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে বোয়ালা হাওর পার হওয়ার সময় হাওরের ওপর দিয়ে যাওয়া নিচু বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে পড়েন পানিতে। এতে সঙ্গে সঙ্গেই তিনি নিখোঁজ হয়ে যান।
স্থানীয়রা জানায়, প্রায় আড়াই ঘণ্টা জাল টেনে রাত ১০টার দিকে সোনাইডুবি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে।”
স্থানীয়রা অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির কারণেই প্রায় সময় এমন দুর্ঘটনা ঘটে। সোনাইডুবি বিলসহ আশপাশের হাওর এলাকায় বিদ্যুৎ লাইনের তার বহু জায়গায় নিচু হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বারবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে ধর্মপাশা পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার হাফিজুর রহমান বলেন, “হাওরের লাইনগুলো উঁচু করার জন্য কন্ট্রাক্টর নিয়োগ দেওয়া হয়েছে। এবার পানি দ্রুত চলে আসায় কাজ করা সম্ভব হয়নি। আগামী শুকনো মৌসুমেই সংস্কার কাজ শুরু হবে।”
নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, অবিলম্বে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইনগুলো নিরাপদভাবে স্থাপন করতে হবে, যাতে এমন প্রাণঘাতী দুর্ঘটনা আর না ঘটে।
মাসুক মিয়ার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারটি এখন চরম সংকটে রয়েছে, কারণ তিনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
একুশে সংবাদ/সু.প্র/এ.জে