যশোর শহরের সার্কিট হাউসপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের ছয়তলার বারান্দা ধসে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন নির্মাণকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মিজানুর রহমান (৩৫), ইঞ্জিনিয়ার, কুষ্টিয়া, আজিজুল ইসলাম, ইঞ্জিনিয়ার, দিনাজপুর, নুরু (৪৫), নির্মাণশ্রমিক, চাঁপাইনবাবগঞ্জ ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সার্কিট হাউস রোডে অবস্থিত ‘বিল্ডিং ফর ফিউচার লিমিটেড’ নামক একটি ডেভেলপার কোম্পানি একটি ১০ তলা ভবনের নির্মাণকাজ করছিল। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করে ভবনের ছয়তলার একটি বারান্দা ধসে পড়ে। এতে ওই তিনজন গুরুতর আহত হন। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, ভবনটির নির্মাণকাজ অত্যন্ত ত্রুটিপূর্ণ ছিল। তারা জানান, কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ভবনটি নির্মাণ করা হচ্ছিল। সড়কটি দিয়ে প্রতিনিয়ত শিক্ষার্থী ও সাধারণ মানুষ চলাচল করে। এর ফলে এলাকাবাসী সবসময় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতেন।
তারা আরও দাবি করেন, ভবনটি একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ছত্রছায়ায় নির্মিত হচ্ছিল, যার ফলে সংশ্লিষ্টরা নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোড মানার প্রয়োজন বোধ করেননি। অনেকের মত, এখনই ভবনটি সিল করে দেওয়া উচিত।
ঘটনার পরপরই যশোর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, “আমি নিজেই ঘটনাস্থলে আছি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/য.প্র/এ.জে