যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল (৫৩) সন্ত্রাসী হামলায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩০ জুন) রাত সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুরে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাবুল তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় সন্ত্রাসী তানভীরের নেতৃত্বে ৪-৫ জনের একটি দল তার উপর অতর্কিতে হামলা চালায়। তারা ধারালো ছুরি দিয়ে বাবুলকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
উল্লেখ্য, এর আগেও ২০২২ সালের ৩০ মে শহরের নাজির শংকরপুর এলাকায় আফজাল হোসেন নামের এক ব্যক্তি খুন হওয়ার পর তার জানাজা থেকে ফেরার পথে একই জায়গায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল। ওই সময়েও তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের চিহ্নিত করতে কাজ চলছে এবং দ্রুত তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।
একুশে সংবাদ/য.প্র/এ.জে